পাবনায় মা’দক মামলায় নারী কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪; সময়: ৪:২২ অপরাহ্ণ |
পাবনায় মা’দক মামলায় নারী কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আটঘরিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও আটঘরিয়া পৌরসভার নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শারমীন আক্তার সিমা (৩০) নামে ওই নারীকে রাতে পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শারমীন আক্তার সিমা (৩০) আটঘরিয়া পৌরসভার দেবোত্তর মহল্লার জিল্লুর রহমানের মেয়ে এবং পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ।

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, গ্রেপ্তারকৃত শারমিন আক্তার সিমা একজন চিহিৃত মাদক কারাবারি ও মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত।

তিনি জানান, ২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সিমাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে