কারাগার থেকে ভোটারদের যে বার্তা দিলেন ইমরান খান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪; সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ |
কারাগার থেকে ভোটারদের যে বার্তা দিলেন ইমরান খান

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভোট দেওয়ার পর সমর্থকদের কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। ভোটকেন্দ্রের কাছে খানের সমর্থকদের যে কোনো বড় আকারের সমাবেশ উত্তেজনা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কার মধ্যে এই আহ্বান জানালেন তিনি।

বুধবার কারাগার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এসব কথা বলেছেন ইমরান। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখেই বুধবার এক্সে করা একটি পোস্টে সমর্থকদের নির্দেশনা দিয়েছেন ইমরান।

নিজের একটি সাদাকালো পোশাক পরা ছবি শেয়ার করে ক্যাপশনে খান লিখেছেন, সর্বোচ্চসংখ্যক মানুষকে ভোট দিতে উৎসাহিত করুন। ভোটকেন্দ্রে অপেক্ষা করুন।

ওই পোস্টে সমর্থকদের উদ্দেশে খান আরও বলেন, চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন।

গত জাতীয় নির্বাচনের ইমরান খান বিজয়ী হলেও আইনি জটিলতার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে জেলে যাওয়া সত্ত্বেও ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে