জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪; সময়: ২:২৯ অপরাহ্ণ |
জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ ৬ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৭ ৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফুর রহমান টিটু, টুটুল মিয়া, জনি রায়, কাওসার মন্ডল , উজ্জল রায় ও নাজমুল হাসান।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

কিশোর গ্যাংদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না। এমন অভিযোগে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে