ধামইরহাট এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানাউল ইসলামের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক ইয়াসিন আলী, সঞ্চালক, মাওলানা আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাাম, এম এ মালেক, কাউন্সিলর আমজাদ হোসেন, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও নবীনদের উদ্দেশ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, চলতি ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ ও ভোকেশনাল শাখা সহ মোট ২শত ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।