সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেধাবী কলেজ ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪; সময়: ৬:১৬ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেধাবী কলেজ ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বপন (২০) নামের এক মেধাবী কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহীকোলা গ্রামের সরিষা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি পরিকল্পিত ভাবে তার মাথায় আঘাত করে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে স্বপনের মোবাইল ফোনে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে রাতে বার বার ফোন করলে রিং হলেও কেউ ধরেনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের কতিপয় লোক ফসলের মাঠে কাজ করতে গিয়ে স্বপনের লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। এরপর উল্লাপাড়া মডেল থানায় বিষয়টি জানানো হলে দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত রহস্য ময়নাতদন্তের পরে জানা যাবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে