রাবিতে চাকরী দেওয়ার নামে প্রতারনা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরী দেওয়ার নামে প্রতারনা চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ৭ ফেব্রুয়ারী দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের উত্তর দিকে থাকা প্রক্টর অফিসে আটকরত অবস্থায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত প্রতারকরা মোঃ সিজান আলী শাহ (২২), পিতা-মোঃ নান্টু রহমান শাহ, মাতা-মোসাঃ বানেরা বেগম, সাং-পালশা (পশ্চিমপাড়া); ২। মোঃ রাসেল আলী (২৩), পিতা-বদির উদ্দিন, মাতাঃ মোসাঃ খোদেজা বেগম, সাং-চৌবাড়ীয়া (মধ্যপাড়া); উভয় থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী; ৩। মোঃ শিমুল আলী (২০), পিতা-মোঃ বেলাল হোসেন, মাতা-মোসাঃ শিউলি বেগম, সাং-বানেশ্বর ঢলেট পশ্চিমপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী; ৪। মোঃ কদর সর্দার (২৮), পিতা-মৃত ছাবের, মাতা-মৃত হালিমা, সাং-বালশা পশ্চিমপাড়া, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী।
এসময় তাদের কাছে থেকে নগদ-২১০০/- (টাকা), ভুয়া নিযোগ বিজ্ঞপ্তি-০১পাতা, ব্লাংক চেক-০৩ টি, মোবাইল-০৩ টি, সীম কার্ড-০৫ টি উদ্ধার করে। ঘটনাস্থলে বাদী এবং উপস্থিত লোকজনের সম্মুখে র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদকালে স্বীকার করে যে, আসামী ১। মোঃ সিজান আলী শাহ (২২), ২। মোঃ রাসেল আলী (২৩), ৩। মোঃ শিমুল আলী (২০), ৪। মোঃ কদর সর্দার (২৮) গনের সহযোগিতায় মূলহোতা পলাতক আসামী ৫। মোঃ এনামুল হক (৩৩), মোবাঃ ০১৭৮৩-৯৫৯৯২০, পিতা- অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-হাঁসনিয়াপুর, থানা-বাঘমারা, জেলা-রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য দপ্তরে সরকারী চাকুরী দেওয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ প্রতারনা করে আসছে। উক্ত আসামীগনদের বিরুদ্ধে আরএমপি, মতিহার থানায় প্রতারনার মামলা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীগনদেরকে এবং পলাতক আসামীর বিরুদ্ধেআইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আরএমপি, মতিহার থানায় এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।