রাজশাহীতে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৯১৩৮ শিক্ষার্থী
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪; সময়: ১০:০৫ পূর্বাহ্ণ |
খবর > শিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মতো রাজশাহীতে শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ৬২৯৫টি আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে৷
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
রাজশাহীর ৭ টি কেন্দ্রে মোট ৯১৩৮ জন ভর্তি পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, ডিটেকটিভ ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশ প্রশাসনের তিনটি দল তৎপর রয়েছে৷