মাঘের শেষে রাজশাহীতে হাড় কাঁপনো শীত
নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমের শীত বিদায়ের পথে। তবে শেষ সময়ে এসেও উত্তরের জেলাগুলোতে এর তীব্রতা কমছেনা। শুক্রবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের সর্বনিম্ন।
শুধু পঞ্চগড় নয়, গোটা উত্তরবঙ্গ কাঁপছে শীতের দাপটে। এদিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রী সেলসিয়ান , রাজারহাটে ৯, সৈয়দপুরে ১০,কুড়িগ্রামে ৯ , দিনাজপুরে আট দশমিক আট, ঈশ্বরদীতে আট দশমিক দুই, নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক পাঁচ, শাহজাহদপুরের বাঘাবাড়িতে ৯ দশমিক পাঁচ, কিশোরগঞ্জের নিকলীতে ৯ দশমিক সাত ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আট দশমিক আট ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে শুধু তাপমাত্রার পারদ নেমেই ক্ষান্ত থাকেনি শীত। পঞ্চগড়সহ দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্য প্রবাহ।
শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছে পঞ্চগড় ও রাজশাহী আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।
২৮ জানুয়ারি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এদিন পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় পারদ নেমেছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াসে।