যুগ্ম চ্যাম্পিয়নে খুশি নন ভারত কোচ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪; সময়: ১:৫৭ অপরাহ্ণ |
খবর > খেলা
যুগ্ম চ্যাম্পিয়নে খুশি নন ভারত কোচ

পদ্মাটাইমস ডেস্ক : আজ দুপুরে ভারত অ-১৯ নারী দল ঢাকা ছাড়ছে। ইতোমধ্যে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছে। দুপুর সোয়া দুইটায় ফ্লাইট হওয়ায় সকাল দশটার পরপরই টিম হোটেল ছেড়েছে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া দলটি।

টস কান্ড, যুগ্ম চ্যাম্পিয়নশীপের বিষয়টি এখনো আলোচিত। টিম হোটেল ছাড়ার সময় ভারতীয় কোচ শুক্লা দত্ত তার অসন্তুষ্টির কথা জানিয়েছেন মিডিয়ায়, ‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল।

টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে ( দুই দিন পর পুনরায় ম্যাচ )। এটা কি সম্ভব ? তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে, করুক তবে আমরা এতে খুশি নই।’

গতকাল রাতে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ ড্র ছিল। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকারে।

নির্ধারিত ৫ শটে উভয় দলই ৫ গোল করে। ফলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে অন ফিল্ড বাকি পাচ জনও গোল করে। ১১ তম শটে দুই দলের দুই গোলরক্ষকও গোল করেন।

ফুটবলের সাধারণ নিয়মানুযায়ী সাডেন ডেথ পুনরায় চলতে শুরু করবে। রেফারি বাংলাদেশি ফুটবলারকে ১২ তম শটের জন্য ডাকও দিয়েছিলেন। সেই মুহূর্তে ম্যাচ কমিশনার টাচলাইনে এসে রেফারিদের ডাকেন।

পরবর্তীতে টসের মাধ্যমে নিষ্পত্তি করতে বলেন। রেফারি টস করে এতে ভারত জয়ী হয়। এতে ভারতীয় খেলোয়াড়রা শিরোপা উল্লাস শুরু করে।

সেই উল্লাস বেশিক্ষণ টিকেনি তাদের। ম্যাচ কমিশনার ভুল উপলব্ধি করে পুনরায় সাডেন ডেথ চালানোর সিদ্ধান্ত রেফারির মাধ্যমে জানালে এতে অস্বীকৃতি জানায় ভারত। কোচ শুক্লা দত্তের নেতৃত্বে পুরো দল মাঠ ত্যাগ করে ড্রেসিংরুমে যায়।

ফুটবলে রেফারির সিদ্ধান্তই চুড়ান্ত। সেই হিসেবে ভুল হলেও ভারতের টস জয়ে চ্যাম্পিয়ন হওয়াটা বৈধ আবার রেগুলেশন্স পরিপন্থী হওয়ায় সিদ্ধান্ত প্রত্যাহার করার পর মাঠে না আসায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাটাও অযৌক্তিক নয়। তাই সাফ নানা আলোচনার পর মাঝামাঝি যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে।

পুরস্কার মঞ্চে ভারত দলের মাত্র দুই-তিন জন প্রতিনিধি ছিল। কোনো মতো পুরস্কার মঞ্চে অংশ নিয়ে তারা দ্রুত মাঠ ত্যাগ করে হোটেলে যান। তাই ভারতের দলের প্রতিক্রিয়া জানা যায়নি।

বাংলাদেশ দল দাবি করেছে, টসের মাধ্যমে শিরোপা নিষ্পত্তি হবে এটা তারা জানতেন না। ভারত দলকে কি বলা হয়েছিল, কোন প্রেক্ষাপটে তারা যুগ্ম শিরোপায় সম্মত হলো এ নিয়ে ভারতের টিম ম্যানেজম্যান্টের কেউ কিছু বলেননি। ভারত দলের মিডিয়া ম্যানেজার শ্রুতি চক্রবর্তী শুধু বললেন, ‘যা হওয়ার হয়ে গেছে। এ নিয়ে আমরা আর কোনো কথা বলব না।’

ভারত টিম হোটেল ছাড়ার কিছুক্ষণ পর বাংলাদেশও ছেড়েছে। ইন্টারকন্টিনেন্টাল থেকে বাফুফে ভবনে এসেছেন আফিদারা। ভারত দলে অসন্তোষ থাকলেও বাংলাদেশের ফুটবলারদের মধ্যে রয়েছে উচ্ছ্বাস।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে