তাহেরপুরে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪; সময়: ১০:০০ অপরাহ্ণ |
তাহেরপুরে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর: রাজশাহীর বাগমারার তাহেরপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাহেরপুর উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাশীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে মুঠোফোনে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবুল খাঁ, তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, মাওলানা আবুল কাশেম, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী, শরীর চর্চা বিভাগের শিক্ষক ফারুক আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার বাগমারা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক যুগান্তরের বাগমারা উপজেলা প্রতিনিধি আবু বক্কর সুজন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামনিক, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য রুস্তম আলী, সিনিয়র সাংবাদিক নাজিম হাসান প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে