সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ২ জন আটক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে র্যার -১২ এর অভিযানে কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ দুজনকে আটক করা হয়েছে।
শহরের সয়া ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত কামাল হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের মৃত আনসার আলী ছেলে অপরজন একই মহল্লার লুৎফর রহমান লুতুর ছেলে ইমরান (২২)। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা মামলার আসামী।
র্যাব ১২ এর সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার উসমান গণি জানান, গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাংবাদিক হামিদের ভাগ্নে রানা (২৫) ও ঐশ্বর্য শেখের ঝগড়া হয়।
পরবর্তীতে বুধবার দুপুরে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী গ্রুপ দেশিয় অস্ত্র নিয়ে সাংবাদিক হামিদের বাড়িতে হামলা চালায়।
এসময় সাংবাদিক হামিদের স্ত্রী সাফিয়া খাতুন, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম এগিয়ে আসলে তাদেরও মারপিট করে।
এ ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরই পেক্ষিতে শুক্রবার রাতে সয়াধানগড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।