সুজানগরে ৪০ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪; সময়: ৪:৩৩ অপরাহ্ণ |
সুজানগরে ৪০ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন

নিজস্ব প্রতিবেদক,সুজানগর  : পাবনার সুজানগরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ৪০ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন। বিশ্বের সকল জীবের শান্তি,কল্যাণ ও মঙ্গল কামনায় সুজানগর পৌর শহরের ঘোষপাড়ায় বারোয়ারী সকল ভক্তবৃন্দের উদ্যোগে এ লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার রাতে কীর্তনে এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, দেশে বর্তমানে সব ধর্মের মানুষ নিরাপদে আছে এবং নিরাপদে তাদের স্ব-স্ব ধর্ম পালন করছে। এছাড়া সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বিরাজ করছে।

অনুষ্ঠানে এ সময় সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, লীলা কীর্তন উৎসব আয়োজন কমিটির নেতৃবৃন্দের মধ্যে ডাঃ শ্রী সুবোধ চন্দ্র ঘোষ, অজিত কুমার হালদার,বাবলু কুমার সাহা, অনিল কুমার ঘোষ, বাসুদেব কুমার হালদার, ভবেশ চন্দ্র দাস, সুভাষ কুমার ঘোষ, দুলাল চন্দ্র ঘোষ, তপন কুমার ঘোষ, সুজিত কুমার ঘোষ, সুদেব কুমার ঘোষ, অচিন্ত শাহ, গৌতম কুমার, শ্রী বিজন কুমার পাল, সঞ্জয় কর্মকার, বিষ্ন কুমার, রতন কুমার দাস, সুব্রত কুমার ঘোষ, পার্থ কুন্ডু ,জয়দেব সাহা, সুবাস কুমার,রাজু রায় সহ হিন্দু ধর্মাবলম্বী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি সূত্রে জানাযায়, ৪০ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠানে নাম সুধা পরিবেশন করবেন পাংশার শিব মন্দির সম্প্রদায়, যশোরের পতিত পাবন সম্প্রদায়, বাগেরহাটের যোগমায়া সম্প্রদায়,রাজবাড়ীর যোগমায়া সম্প্রদায়,সাতক্ষীরার জয় পদ্মবতী সম্প্রদায় ও গোপালগঞ্জের অষ্টগোপী সম্প্রদায়। এছাড়া লীলা কীর্তন পরিবেশন করবেন নবদ্বীব ভাত এর মিতা মন্ডল, রাজবাড়ীর শুকদেব অধিকারী, যশোরের উত্তমানন্দ দাস উজ্জল ও সাতক্ষীরার অঞ্জলী সরকার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে