রাজশাহীতে খড়িবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪; সময়: ৫:২৩ অপরাহ্ণ |
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার মোহনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা খড়িবাহি ট্রলির দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খড়ি বোঝায় একটি ট্রলি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগ্রামী পদ্মা এক্সপ্রেস ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি দমড়ে মুচড়ে খান খান হয়ে যায়। ফলে ঘটনাস্থলে ট্রলির চালক ও হেলপার মারা যান। খড়িগুলো স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছি। আর বেলা ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।
নিহতরা হলেন, ট্রলির ড্রাইভার মোফাজ্জাল হোসেন (৩৫) ও হেলপার হাবিবুর রহমান হাবিব (২৩)। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে।