ভবানীপুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর পৌরসভার ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল হাসান রোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুশতাক আহমেদ, উপজেলা রির্সোস কর্মকর্তা সৈয়দ আবু আলী ফারমুদা ও বিদ্যালয়ের পি.টি.এ সভাপতি মোস্তফা জামাল। স্বাগত বক্তব্য দেন ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহনাজ বেগম।
সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী ডিবির ওসি আব্দুল হাই ও সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু ,উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর কাউন্সিলর জায়দুল হক জনি। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবিদা সুলতানা, সাফাজ উদ্দিন, আঞ্জুমান-আরা বেগম, ফরিদা খাতুন, উমাইয়া তাসমিন, লিয়াকত আলী, আব্দুল্লাহ আল মামুন,,অত্র বিদ্যালয়র সহকারী শিক্ষক শামীমা নাছরীন, শাহনাজ আক্তার, কামরুন্নাহার, জান্নাতুল ফেরদৌস, শামীমা নাসরিন, আব্দুল আলিম, মাহফুজা খাতুন, রোকনুজ্জামান, রুমা পারভিন, জিয়াসমিন আক্তার রুনা,কোরবান আলী। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী চন্দন কুমার সরকার।