হুথি আক্রমণে সুয়েজ খালের আয় কমেছে ৫০ শতাংশ
পদ্মাটাইমস ডেস্ক : মিশরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস সুয়েজ খাল। কিন্তু চলতি বছর লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথি বিদ্রোহীদের আক্রমণের কারণে সুয়েজ কর্তৃপক্ষের আয়ে ভয়াবহ ধস নেমেছে।
আগের বছরগুলোর তুলনায় ২০২৪ সালে সুয়েজ খালের আয় ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
ইয়েমেনের হুতি মিলিশিয়ারা ওই এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা গাজায় যুদ্ধ অবসানের জন্য চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা বলে গোষ্ঠীটি দাবি করেছে। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তেল সংস্থাগুলির সাথে এক সম্মেলনে বলেন, দেখুন আমাদের গাজা সীমান্তে কী ঘটছে।
আপনি সুয়েজ খাল দেখুন, যা মিশরকে প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন ডলার এনে দিতো। এই রাজস্ব ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে এবং অবশ্যই কোম্পানি এবং অংশীদারদেরকে আমাদের অর্থ প্রদান অব্যাহত রাখতে হবে।