হিন্দি সিনেমা দেখা নিয়ে কেন এমন বললেন নাসিরুদ্দিন শাহ?

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪; সময়: ১০:১৮ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
হিন্দি সিনেমা দেখা নিয়ে কেন এমন বললেন নাসিরুদ্দিন শাহ?

পদ্মাটাইমস ডেস্ক : স্পষ্ট কথা বলার জন্য বলিউডে আলাদা একটা পরিচিতি আছে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের। সিংহভাগ সময়েই তার বলা কথা নিয়ে আলোচনা হয়। কিন্তু নিজের মতামত থেকে কখনও পিছু হটেননি তিনি।

সম্প্রতি ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, বলিউডের সিনেমা নিয়ে তিনি হতাশ। বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে বলেই তিনি মনে করেন।

নাসিরুদ্দিন বলেন, ‘গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এতগুলো বছর পেরিয়ে এসেও বিশেষ বদল নেই। একই ধাঁচের গল্প এবং বানানোর পদ্ধতিও এক রকম। ঠিক এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি।’

প্রতি বছর অনেক হিন্দি ছবিই মুক্তি পায়। কোনোটি আবার ভালো ব্যবসাও করে। এ প্রসঙ্গে ‘মাসুম’খ্যাত অভিনেতা বলেন, কিছু সিনেমা হিট করে কারণ সেগুলোর সঙ্গে দর্শক নিজেকে মেলাতে পারে। কিন্তু বাণিজ্য সফল মানেই এই নয় যে সিনেমা গুণমানের দিক থেকে ভালো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে