বসন্তের শুরুতেই বৃষ্টিতে ভিজল সিলেট
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪; সময়: ৩:১৪ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : বসন্তের শুরুতেই বৃষ্টিতে ভিজল সিলেট। একুশে ফেব্রুয়ারির শুরুতেই বৃষ্টিস্নাত পরিবেশ বিরাজ করেছে পুরো নগরীতে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসেন জানান, গতকাল দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে শুরু হয়ে আজ সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়।
তবে মূল বৃষ্টি হয়েছে রাত ৩টা পর্যন্ত। এরপর বৃষ্টির পরিমাণ কমে যায়। মোট বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২৫.৪ মিলিমিটার।