বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে এনামুল হকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্র্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মুঠোফোনের মাধ্যমে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, পৃথিবীতে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। বাঙ্গালীর ক্ষেত্রে ঘটেছে ঠিক তার বিপরীত। মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেক বীর সন্তানদের। জাতি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবে না।
তিনি আরো বলেন, বাঙ্গালির প্রেরণার উৎস ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে বাংলার আপামর জনগণ। তাঁরই নেতৃত্বে আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। সেই সাথে মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি। একদিনের সংগ্রামে এটা অর্জিত হয়নি। এর জন্য রক্ত দিতে হয়েছে। ছিনিয়ে আনতে হয়েছে মায়ের ভাষা। বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিশে^র বিভিন্ন দেশে ২১ ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। বাংলা ভাষার জন্য আত্মহুতি দানকারি ভাষা শহীদদের সারা জীবন স্মরণ রাখবে জাতি বলেও জানান তিনি।
বুধবার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, ভবানীগঞ্জ পৌরসভা, বাগমারা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, কার্যকরী কমিটির সদস্য ও ভবানীগঞ্জ পৌর কাউন্সির হাচেন আলী সহ নেতৃবৃন্দ।