জেলেনস্কিকে সরাসরি যে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪; সময়: ২:৪৭ অপরাহ্ণ |
খবর > জাতীয় / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হয়েছে। এটি ১৭ ফেব্রুয়ারি কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার অফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এদিকে মিউনিখ সম্মেলন শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রশ্নোত্তর পর্বে গণমাধ্যমকর্মীরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছিল?
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জিজ্ঞেস করেছি যে, গত প্রায় গত দুবছর থেকে রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়। সেটি আমাকে বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জেলেনস্কির সঙ্গে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।