সংবাদ প্রকাশের পর বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪; সময়: ৬:৩৭ অপরাহ্ণ |
সংবাদ প্রকাশের পর বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক, মান্দা : পত্রিকায় সংবাদ প্রকাশের পর নওগাঁর মান্দায় বালুদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুরে উপজেলার এলেঙ্গা স্লুইসগেট পয়েন্টে অভিযান চালিয়ে আত্রাই নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী। এ সময় মান্দা থানার সহকারী উপপপরিদর্শক সোহেল রানা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক, ইউপি সদস্য আহসান হাবীব উপস্থিত ছিলেন।
এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বালু ব্যবসায়ী আব্দুল মান্নান শাহ ও তাঁর লোকজন ওই পয়েন্ট থেকে সটকে পড়েন। অভিযুক্ত আব্দুল মান্নান শাহ এলেঙ্গা শাহপাড়া গ্রামের আব্দুর রশিদ শাহের ছেলে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, বালুমহালের ক্যালেণ্ডারে আত্রাই নদের নুরুল্লাবাদ মৌজার নাম নেই। অথচ ওই মৌজার এলেঙ্গা স্লুইসগেট পয়েন্ট থেকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এসি ল্যাণ্ড আরও বলেন, অভিযানে ঘটনাস্থলে থেকে বালু উত্তোলনের মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ও ৫০০ থেকে ৭০০ ট্রাক্টর বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল নুরুল্লাবাদ ইউনিয়নের সদস্য আহসান হাবীবের জিম্মায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হবে।

উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদের ভাটি অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় এরই মধ্যে নদের গর্ভে বিলীন হয়েছে বিভিন্ন এলাকার কৃষকের অন্তত ৫০ বিঘা উর্বর ফসলি জমি। বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়বে আত্রাই নদের বামতীরের বেঁড়িবাঁধসহ কয়েকশ পরিবার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে