সুজানগরে ছাগল ও ভেড়ার ঘর পেল ৪০ অসহায় পরিবার

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
সুজানগরে ছাগল ও ভেড়ার ঘর পেল ৪০ অসহায় পরিবার

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার চরাঞ্চলে বসবাসরত ৪০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া ও ছাগলের ঘর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ে রবিবার দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এ ভেড়া ও ছাগলের ঘর বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.আবু রেজা তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় নদী বিধৌত চরাঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নত করতে এ ভেড়া ছাগলের ঘর বিতরণ । এই ভেড়া ও ছাগল পালন করার মাধ্যমে সুজানগর উপজেলার চরাঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটিয়ে পুষ্টির চাহিদা পূরণ করবে।

এবং একই সঙ্গে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। উল্লেখ্য,উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সুজানগর চরাঞ্চলের ২০ পরিবারের মাঝে ভেড়ার ঘর এবং ২০টি পরিবারের মাঝে ছাগলের ঘর বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে