বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৪; সময়: ১২:০৫ অপরাহ্ণ |
খবর > জাতীয়
পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সোমবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে লেখা এক চিঠিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় চীনের দূতাবাস এ তথ্য জানায়। চিঠিতে ওয়াং ই বলেন, ঢাকার একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আমি মর্মাহত ও দুঃখ প্রকাশ করছি।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওই ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।