জেলায় জেলায় সুইমিংপুল করার দাবি করেছেন ডিসিরা : ক্রীড়া মন্ত্রী

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪; সময়: ১২:৫৯ অপরাহ্ণ |
জেলায় জেলায় সুইমিংপুল করার দাবি করেছেন ডিসিরা : ক্রীড়া মন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, জেলা পর্যায়ে সুইমিংপুল করার দাবি করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)।

তবে সুইমিংপুল করা ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ যেহেতু একটু কঠিন, তাই এসব প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। একইসঙ্গে কোনো স্টেডিয়াম বা স্থাপনা যেন রক্ষণাবেক্ষণের জন্য নষ্ট না হয় সেদিকে নজর রাখতে ডিসিদের বলা হয়েছে।

রোববার (৩ মার্চ) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সভাপতিত্বে প্রথম দিনের শেষ সেশনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও নারী ও শিশু মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এ কার্য অধিবেশন হয়।

পাপন বলেন, সুইমিংপুল করার বিষয়ে ফিজিবিলিটির স্টাডি করে দেখব। যদিও সম্ভব হয় তবে অবশ্যই করাব। তবে এসব স্থাপনা করার চেয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করা কঠিন এ বিষয়টি ডিসিদের বলেছি।

অধিবেশন শেষে নাজমুল হাসান পাপন বলেন, সারা দেশে স্টেডিয়াম স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ ও যত্ন করার জন্য ডিসিদের আমরা বলেছি।

এসব স্টেডিয়ামে যেন খেলাধুলা হয় সে ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলাসহ নিয়মিত আয়োজন করা হয় তার জন্য ডিসিদের অনুরোধ করেছি। অনেক স্থাপনা খেলাধুলা হয়নি বলেই নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, যুবকদের জন্য নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করে মন্ত্রণালয়। এসব প্রশিক্ষণ যেন যুগোপযোগী এবং মানসম্মত হয় তার জন্য আমরা কাজ করছি বলে ডিসিদের জানিয়েছি।

যুবকদের প্রশিক্ষণ করানো এবং যাচাই-বাছাই প্রক্রিয়া যেন স্বচ্ছতার ভিত্তিতে হয় তার জন্য জেলা প্রশাসকদের বলেছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে