চট্টগ্রামে অভিজাত হোটেলে পোল্যান্ডের নাগরিকের মরদেহ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪; সময়: ৩:১৭ অপরাহ্ণ |
চট্টগ্রামে অভিজাত হোটেলে পোল্যান্ডের নাগরিকের মরদেহ

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামে একটি অভিজাত হোটেল থেকে জজলো মাইকেল সিজারবেয়া নামে এক পোল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকালে নগরীর জিইসি মোড়ের পেনিংসুলা হোটেলের ৯১৫ নং কক্ষের বিছানা থেকে ওই পোলিশ নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পোলিশ নাগরিক জজলো মাইকেল সিজারবেয়া ঢাকার বিগেস্টার বায়িং হাউজের কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব পালন করতেন। তবে তিনি চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ক্যানপার্কের কোয়ালিটি চেক করতে এসেছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা।

তিনি বলেন, নিহত পোলিশ নাগরিক জজলো মাইকেল সিজারবেয়া গত ২৪ ফেব্রুয়ারি পেনিংসুলা হোটেলের ৯১৫ নং কক্ষে ওঠেন। তবে রোববার (৩ মার্চ ) থেকে তার কোনো সারাশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ আমাদের জানায়। ওই পোলিশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জানান, নিহত ওই পোলিশ নাগরিকের মাথার পিছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। খাটে ও ফ্লোরে রক্তের দাগও পাওয়া গেছে। এ ছাড়া রুম ছিল এলোমেলো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে