নিয়ামতপুরে সামাজিক শান্তি বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪; সময়: ৬:১৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরে সামাজিক শান্তি বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী প্রতিষ্ঠান সিসিডিবির উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও সামাজিক শান্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ মার্চ সোমবার বেলা ১০টায় সিসিডিবি নিয়ামতপুর উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিসিডিবি মান্দা এরিয়ার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মিঃ শৈলেন ফলিয়া, প্রশিক্ষক মোসাঃ হালিমা খাতুন, সমাজ সংগঠক শ্যামল চন্দ্র রায়, ফিলিপ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, ভাবিচা ইউপি সদস্য তুশিত কুমার, নিয়ামতপুর সদর ইউপির মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসাঃ রুবিয়া খাতুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে