কাটাখালী থানায় পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪; সময়: ৬:৫৩ অপরাহ্ণ |
কাটাখালী থানায় পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নলখোলা বাইপাস আশরাফের মোড়ে অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ। অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি মোটরসাইকেল, একটি টিভির মনিটর ও দু’টি স্পিকার।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা বাইপাস আশরাফের মোড়ের মো: তাহাজ উদ্দিনের ছেলে কুখ্যাত চোর মো: সালাউদ্দিন (৩৬) একটি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। এজন্য বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা তামিলে আসামি সালাউদ্দিনের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তৎপর হয় কাটাখালী থানা পুলিশ।

গত ৩ মার্চ দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁদের টিম অভিযান পরিচালনা করে আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।

ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে