ভুলে সূর্যাস্তের আগে খেয়ে ফেললে রোজা হবে কি?
পদ্মাটাইমস ডেস্ক : পবিত্র রমজান মাসে প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর রোজা রাখা ফরজ। রোজার গুরুত্ব এতই বেশি, এটি ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটি। তাই প্রতিবছর রমজান এলে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন।
তবে প্রশ্ন হলো- কেউ যদি রোজা অবস্থায় ভুলে সূর্যাস্তের আগে কোনো খাবার খেয়ে ফেলেন, তাহলে কি তার রোজা ভেঙে যাবে?
এই প্রশ্নের উত্তর হলো ইসলামের দৃষ্টিতে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে খাওয়া-দাওয়া ও সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের এক মিনিট আগেও যদি কেউ খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে।
তবে যদি কেউ সূর্যাস্তের এক ঘণ্টা আগে সূর্যাস্ত হয়েছে মনে করে খেয়ে ফেলেন এবং পরে জানতে পারেন আসলে সূর্যাস্ত হয়নি, তাহলে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকতে হবে।
পরে এই রোজা কাজা অর্থাৎ পুনরায় পালন করতে হবে। যদি কেউ ইচ্ছে করে জেনে শুনে সূর্যাস্তের আগে খেয়ে ফেলে তাহলে পরবর্তীতে তাকে এই রোজাটি আবার করতে হবে। এ ছাড়া কাফফারাও দিতে হবে। ( সুরা বাকারা, আয়াত নং-১৮৭, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২২৬)।