চার দেশে রমজানের তারিখ ঘোষণা

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
চার দেশে রমজানের তারিখ ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক: অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রমজান শুরু হবে।

দেশগুলো পৃথকভাবে এই ঘোষণা দিয়েছে। তবে আরব বিশ্বে চাঁদ দেখা কমিটিগুলো সোমাবার সন্ধ্যার পর চাঁদ দেখতে বসবে। খবর- গালফ নিউজ।

ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ও ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সহযোগিতায় অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি নিশ্চিত করে বলেছেন, দেশটিতে শাবানের শেষ দিন সোমবার আর মঙ্গলবার হবে রমজানের প্রথম দিন।

দেশটির ভৌগোলিক অবস্থান ও চাঁদের আবর্তনের কারণে অস্ট্রেলিয়া প্রায়ই প্রথম দেশ হিসেবে রমজান শুরুর ঘোষণা দিয়ে থাকে।

যেহেতু অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় সময়ে এগিয়ে, তাই দেশটিতে প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশগুলোর তুলনায় চন্দ্র মাস আগে শুরু হয়।

ব্রুনাই

ব্রুনাই ঘোষণা করেছে, দেশটিতে এখনো চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার হবে রমজানের প্রথম দিন।

মালয়েশিয়া

মালয়েশিয়া ঘোষণা করেছে এখনো চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, ইন্দোনেশিয়ার সব পর্যবেক্ষণ পয়েন্টে চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার হবে দেশটিতে রমজানের প্রথম দিন।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের মুফতি ডক্টর নাজিরুদ্দিন মোহাম্মদ নাসির এক ঘোষণায় বলেন, সিঙ্গাপুরে রোজার প্রথম দিনটি হবে ১২ মার্চ অর্থাৎ মঙ্গলবার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে