পোরশায় দুপক্ষের মারামারিতে আহত ৯

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪; সময়: ১:৩৩ অপরাহ্ণ |
পোরশায় দুপক্ষের মারামারিতে আহত ৯

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বাড়ি ভিটার জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহতসহ ৯ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বর্তমান কালিনগর গ্রামের (সাবেক গ্রাম বাহারুল) আসির উদ্দিনের ছেলে সালাউদ্দিন বকুল ও কালিনগর গ্রামের নুর ইসলামের ছেলে নুরুল হুদার পরিবারের মধ্যে ওই মারামারির ঘটনা ঘটে।

এতে দুইপক্ষের মারামারিতে নুরুল হুদা (৫২)সহ তার স্ত্রী মোরশেদা বেগম(৪০) এবং দুই ছেলে মোরশেদ(২৮) ও আবদুল্লাহ অন্তর (২৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

অপরপক্ষে সালাউদ্দিন বকুল(৫৫) তার ভাই রমজান আলী (৪৭) ও রমজানের ছেলে ইমরান আলী(২২), কালিনগর গ্রামের মজিবরের ছেলে আব্দুস সবুর(২৬) আহত হয়েছেন। আহতরা পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, পুলিশ সদস্যদের ঘটনা স্থলে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে