মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবে : প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : ‘মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবে, যাতে করে আজকের শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে।’
ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ অফিস, ধামইরহাট চকময়রাম সরকারি, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেস ক্লাব, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পুষ্পুস্তবক অর্পন করেন।
পরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।