রাতে মোবাইলের আবদার, সকালে ফ্যানে ঝুলছিল নয়নের মরদেহ
পদ্মাটাইমস ডেস্ক : রাজধানী যাত্রাবাড়ী কুতুবখালীতে একটি বাসায় গলার ফাঁস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।
রোববার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে কুতুবখালী বড় মসজিদ সংলগ্ন খোরশেদ মাদবরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নয়ন (১৫) নামে ওই শিক্ষার্থী যাত্রাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো।
হাসপাতালে নয়নের বাবা রাজা মিয়া জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। বর্তমানে কুতুবখালী এলাকায় ওই বাড়িতে ভাড়া থাকেন। তিনি নিজে যাত্রাবাড়ী মাছের আড়তে মাছ ব্যবসা করেন। নয়ন পড়ালেখার পাশাপাশি তার ব্যবসাও দেখাশোনা করত।
তিনি আরও জানান, অত্যন্ত জেদি স্বভাবের ছিল নয়ন। রাতে সে জানায়, তার মোবাইল ফোনটি পুরাতন হয়ে গেছে নতুন একটি ফোন কিনে দিতে। তখন তার বাবা রাজি হন ফোন কিনে দিতে। এরপরও সকালে হঠাৎ করেই নয়ন তার রুমের দরজা বন্ধ করে দেয়। তখন তার মা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে খবর দিলে তার বাবা বাসায় গিয়ে দরজা ভাঙেন। তিনি ভিতরে ঢুকে দেখেন ফ্যানের গামছা পেঁছিয়ে গলায় ফাঁস দিয়েছে নয়ন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেক কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে আর কিছু জানাতে পারেননি নয়নের বাবা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।