পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪; সময়: ২:১২ অপরাহ্ণ |
পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

পদ্মাটাইমস ডেস্ক : সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে সিলেট থেকে জৈন্তাপুর অভিমুখী যাত্রীবাহী লেগুনার সঙ্গে সিলেটগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহী লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে