সুজানগরের দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪; সময়: ৯:৩৪ অপরাহ্ণ |
সুজানগরের দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে এ টিউবওয়েল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ প্রকৌশলী মনিরুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচ-নিচু বেঞ্চ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে