সুজানগরে ডাক্তার পদবি ব্যবহার করায় পল্লী চিকিৎসককে জরিমানা
এম এ আলিম রিপন, সুজানগর : এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে পাবনার সুজানগর পৌর বাজারের শ্রী সুবোধ চন্দ্র নামের এক পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ ছাড়াও মুদি দোকানে ঔষধ বিক্রয় করায় মেসার্স সৌমিক ঔষধের দোকান মালিক জালাল উদ্দিন শেখ কে ২০ হাজার টাকা,ইচ্ছামত দামে তরমুজ বিক্রি করায় আনিছুর রহমান নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং এরাদ নামে অপর ব্যবসায়ীকে ২ হাজার টাকা,মাংসের দোকানে মূল্য তালিকা না রাখায় হাশেম গোস্ত ভান্ডারকে ২ হাজার টাকা,ইচ্ছামত খেজুরের দাম রাখা এবং অন্যান্য ফল বেশি দামে বিক্রি করা ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করার অপরাধে শামসুল ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকালে সুজানগর পৌর বাজার এলাকায় এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক,পাবনার নির্দেশনায় পরিচালিত এই বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।