একরাতে কবর থেকে ১৭ কঙ্কাল উধাও!

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪; সময়: ১২:২১ অপরাহ্ণ |
একরাতে কবর থেকে ১৭ কঙ্কাল উধাও!

পদ্মাটাইমস ডেস্ক : পাবনার আমিনপুর উপজেলায় একরাতে কবর খুঁড়ে ১৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার নতুন বাজার কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সেহেরি খেয়ে নামাজ পড়ে কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

এরপর তার পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতার করে দ্রুত শান্তির দাবি জানান তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে