সিরাজগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪; সময়: ২:২৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে খাস জমি থেকে এলজিইডি কর্তৃক ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে জেলার তাড়াশ উপজেলার চৌবাড়িয়া গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী রোমানাথ, কুইন, শাহীন, সমাপ্ত, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌবাড়িয়ায় খাসজমিতে বসবাস করেন ভূমিহীনেরা। হঠাৎ এলজিইডি থেকে ভূমিহীনদের উচ্ছেদে নোটিশ প্রদান করা হয়।

অব্যবহৃত জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদে প্রভাবশালীদের তদবিরেই এলজিইডি এই নোটিশ প্রদান করেছে বলে দাবি করেন ভুক্তভোগিরা। এসময় তারা নোটিশ প্রত্যাহারেরও দাবি জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে