এনায়েতপুরের সর্বজন প্রিয়শিক্ষক সোলায়মান হোসেন আর নেই

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪; সময়: ১০:২১ পূর্বাহ্ণ |
এনায়েতপুরের সর্বজন প্রিয়শিক্ষক সোলায়মান হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : অগণিত শিক্ষার্থীদের সর্বজন শ্রদ্ধেয় প্রাণপ্রিয় শিক্ষক, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সিনিয়র শিক্ষক মাস্টার সোলায়মান হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ…রাজিউন।

তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং লাখ-লাখ গুনগাহী রেখে গেছেন।

তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ওলিয়ে কামেল হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী রঃ আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা ও মানুষের কল্যাণে কাজ করেছেন। এছাড়া তিনি ছিলেন এনায়েতপুর পাক দরবার শরীফের লাখ লাখ ধর্ম প্রাণ মুসল্লীদের খাবার বন্টনের প্রধান খাদেম।

তার মৃত্যুতে এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদানসীন পীর হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া) গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মাস্টার সোলেমান হোসেনের নিজ বাড়ি এনায়েতপুর পাক দরবার শরীফের পাশেই তাকে কবরস্থ করা হবে। এছাড়া বুধবার বাদ আসর এনায়েতপুর পাক দরবার শরীফে তার জানাজা হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে তার মৃত্যুতে এলাকার ছাত্র সমাজের পাশাপাশি সর্ব জনে শোকের ছায়া নেমে এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে