৫ দিন পর দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
৫ দিন পর দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পাঁচ দিন পর ক্ষতিগ্রস্ত আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা গেলেও আপ লাইনে ট্রেন চলাচল শুরু করতে বেশ বেগ পোহাতে হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সকাল ১০টার দিকে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন।

তিনি জানান, আপ লাইনের ৫০০ মিটারের মতো ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে। পরে ট্রেন চলাচল করা হয়। বর্তমানে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। এখন আর কোনো সমস্যা নেই।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আপ লাইন মেরামতের কাজও চালানো হয়েছে। এখন উভয় লাইনে ট্রেন চলছে। লাইনচ্যুত একটি বগি উদ্ধারের বাকি আছে। দুপুরের দিকে ট্রেন চলাচল একটু ব্রেক দিয়ে সেটিও উদ্ধার করা হবে।

প্রসঙ্গত, রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সাথের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়।

এতে সারাদেশের সঙ্গে চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত থাকলেও কারও আঘাতই গুরুতর ছিল না।

পরে চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১৪ ঘণ্টার প্রচেষ্টার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে