চাঁপাইনবাবগঞ্জে ছোট বোনকে ডোবার পানি থেকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উপর রাজারামপুর কুমার পাড়ায় ছোট বোনকে ডোবার পানি থেকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু হয়েছে।
নিহত শিশু হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উপর রাজারামপুর কুমার পাড়ার আরিফ হোসেনের মেয়ে মোবাশ্বিরা (৭) ও আহত শিশু খাদিজা আক্তার(৫)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান ডোবার পানিতে শিশু মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপর রাজারামপুর কুমার পাড়ায় নিজ বাড়ির পেছনে খেলতে গিয়ে ছোট বোন খাদিজা ডোবার পানিতে পড়ে যায়। তা দেখে বড় বোন মোবাশ্বিরা তাঁকে বাঁচাতে নিজেও ডোবায় নামে।
পরবর্তীতে বাড়ির লোকজন টের পেয়ে দুই বোনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় বোন মোবাশ্বিরা কে মৃত ঘোষণা করে এবং ছোট বোন খাদিজা কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।