ডিফেন্সের ভুলে ফিলিস্তিনের বিপক্ষে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪; সময়: ১০:৪২ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ডিফেন্সের ভুলে ফিলিস্তিনের বিপক্ষে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে খেলছে। কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে প্রথমার্ধে ফিলিস্তিন ২-০ গোলে এগিয়ে আছে।

স্কোরলাইনে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তবে র‍্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ ভালোই খেলেছে। বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে।

এমনকি ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ হাতছাড়া করার পর ডিফেন্সের দুই ভুলে বাংলাদেশ ম্যাচ থেকে দুরে সরে যায়।

৪৩ মিনিটে ওদে দাবাঘ গোল করে ফিলিস্তিনকে এগিয়ে দেন। মুসাব বাত্তাহর শট গোলরক্ষক মিতুল মারমা প্রথম প্রচেষ্টায় আংশিক সেভ করেন। ফিরতি বলে দাবাঘ গোল করতে ভুল করেননি। তবে তার পেছনে ডিফেন্ডার সাদ উদ্দিন অফ সাইড আবেদন করে দাঁড়িয়ে থাকেন।

যোগ করা সময়ে বাংলাদেশ আবারও পিছিয়ে পড়ে। কর্নার থেকে সোহেল রানার পায়ে লেগে বল সামনে পড়লে তা থেকে শিহাব কামবার সহজেই ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করেন সোহেল রানা। ২৭ মিনিটে বাংলাদেশ ভালো সুযোগ নষ্ট করে। ফয়সাল আহমেদ ফাহিম বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ নীচু ক্রস ফেলেছিলেন, অন্য প্রান্তে সোহেল রানা ফাঁকায় ক্রস বারের ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন।

৩২ মিনিটে ফিলিস্তিনের ওদেহ দাবাঘ বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। বল জালে প্রবেশের আগেই মিতুল মারমা বা দিকে পা বাড়িয়ে প্রতিহত করে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন।

১১ মিনিটে বিশ্বনাথের মাথা ছুঁয়ে আসা বল পেয়ে ওদে দাবাগ বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে ক্রস বারের ওপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

১৪ মিনিটে রাকিব হোসেন এক ডিফেন্ডারকে ডজ দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়। ১৯ মিনিটে মধ্যমাঠ থেকে থ্রু পেয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ফাস্ট টাচে বল রিসিভ করে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে ক্রস বারের ওপর দিয়ে মেরে সমর্থকদের হতাশ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে