পোরশা সীমান্তে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪; সময়: ২:১০ অপরাহ্ণ |
পোরশা সীমান্তে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা সীমান্তে আব্দুল আলিম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর বিওপির টহলদল।

শনিবার দিবাগত রাতে তাকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি নিতপুর চক বিষ্ণুপুর গ্রামের আবু সাইদের ছেলে।

১৬ বিজিবি নিতপুর বিওপি সুবেদার মাহফুজুর রহমান জানান, সিভিল সোর্স ও বিআইপি সদস্য হাবিঃ রিয়াজুল ইসলামের তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিঃ রকিব খানের নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৪ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং সীমান্ত মেইন পিলার ২৩০/৬২ আর হতে ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা কলোনির মোড় পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

আটক মাদকদ্রব্য গুলি আনুমানিক মুল্য ৭ হাজার পাঁচশত টাকা। আটককৃত আসামী ও মালামাল থানায় সোপর্দ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে