গরমে সুস্থ থাকতে যেকারণে বেশি খাবেন ভিটামিন সি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
গরমে সুস্থ থাকতে যেকারণে বেশি খাবেন ভিটামিন সি

পদ্মাটাইমস ডেস্ক : শীত চলে গেছে অনেক আগেই। গরম পড়তে শুরু করেছে এখন। এই আবহাওয়ায় শারীরিক অস্বস্তি সঙ্গে রোগবালাইয়ের ঝুঁকিও কম নেই। তাই নিজেকে একটু বেশি ভালোবাসতে হবে। শরীরের বাড়তি যত্ন নিতে হবে। রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করতে হবে।

আর এসবের জন্য ভরসা হতে পারেন ভিটামিন সি যুক্ত কিছু ফল এবং খাবারে। শীতের মতো গ্রীষ্মেও কেন ভিটামিন সি খাওয়া জরুরি?

১) শীতকালে সর্দি-কাশি, জ্বর বেশি হয়। গরমে আবার পেটখারাপ, ডায়েরিয়ার মতো সমস্যার আধিক্য বেশি। তবে রোগের ধরন যেমনই হোক, প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই এমন হয় মূলত। সে ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেওয়া জরুরি। তার জন্য ভিটামিন সি বেশি করে খেতে হবে।

২) গরম পড়তেই শরীরে জলের পরিমাণ কমতে থাকে। শরীর আর্দ্র রাখতে এই মরসুমে জল বেশি করে খাওয়ার কথা বলেন চিকিৎসকেরাও। তবে শুধু জল খেয়ে শরীরে জলের ঘাটতি মেটানো সম্ভব নয়। ভিটামিন সি আছে এমন ফলও খেতে হবে বেশি করে।

৩) গরমের সবচেয়ে বড় সমস্যা হল হজমের গোলমাল। বাড়ির খাবার খেয়েও গ্যাস-অম্বল হয়। মাঝেমাঝেই সঙ্গী হয় বুক জ্বালা, চোয়া ঢেঁকুর। এই ধরনের সমস্যার হাত থেকে নিষ্কৃতি পেতে বাইরের খাবার খাওয়া বন্ধ করলেই শুধু হবে না, ভিটামিন সি ভরপুর ফলও খেতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে