শহীদ স্মরণে রাজশাহীতে আলোর মিছিল

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪; সময়: ১১:৩০ পূর্বাহ্ণ |
শহীদ স্মরণে রাজশাহীতে আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ কালরাত্রির গণহত্যার শিকার শহীদদের স্মরণে রাজশাহীতে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিল নিয়ে সাহেববাজার ভুবনমোহন পার্ক শহীদ মিনারে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এর পর সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আলোর মিছিলটি আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন নির্মূল কমিটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মহানগর নির্মূল কমিটির সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ,হৃত্তিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডাঃএফ এম এ জাহিদ, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি কামারুল্লাহ সরকার, মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, সেক্টর কমান্ডারস ফোরাম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে