স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান চির স্মরণীয় বললেন সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |
স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান চির স্মরণীয় বললেন সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: পাকিস্থানীদের চরম জুলুৃম অত্যাচার সহ্য করেও তিনি পিছু হটেননি। দেশ মাতৃকায় মানুষকে হত্যা নিপিড়নের হাত থেকে রক্ষায় দামাল সুর্য্য সন্তানদের উজ্জীবিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সামগ্রীক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় ৭১ এ লাখ লাখ শহীদের রক্ত ও মা বোনদের সম্ভ্রম হানীর বিনিময়ে স্বাধীন হয়েছে এ দেশ। এর পুরো অবদান জাতীর পিতা ও বীর বাঙালীর। তাই বঙ্গবন্ধুর অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি মহিলা ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। এটা কলঙ্কের এক অধ্যায়। এরপর পিছিয়ে পড়া দেশকে তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সোনার বাংলা গড়তে পারবো বলে আশা করি।

এ সময় বেলকুচি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার হায়দারের সভাপতিত্বে সাবেক পৌর মেয়র বেগম আষাণুর বিশ্বাস, বৈদ্যনাথ সাহা, আব্দুল হাবিব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, প্রমুখ বক্তব্য রাখেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে