আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪; সময়: ৮:১৩ অপরাহ্ণ |
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) আইনশৃঙ্খলা,উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০ টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড.মোঃ ওমর ফারুক সুমন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ, সম্রাট হোসেন, নাজিম উদ্দীন প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে