ব্যর্থ সাকিব, এলেন আর গেলেন লিটন

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪; সময়: ১:২৩ অপরাহ্ণ |
খবর > খেলা
ব্যর্থ সাকিব, এলেন আর গেলেন লিটন

পদ্মাটাইমস ডেস্ক :  গেল বছরের এপ্রিলে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি টাইগার এই তারকাকে। তবে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছিলেন সাকিব। দলে ফেরার পর প্রথম ইনিংসে বল হাতে সাফল্য পেলেও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে।

প্রথম ইনিংসে বল হাতে সাকিব তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে আজ সোমবার ব্যাট হাতে টাইগার এই ক্রিকেটার করতে পেরেছেন মোটে ১৫ রান। ক্রিজে এসে সাবলীলভাবে ব্যাট করতে থাকলেও লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাকিব। ফলে থিতু হয়েও দ্রুত বিদায় নিতে হয় টাইগার এই অলরাউন্ডারকে।

এদিকে সাকিবের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন লিটন দাস। তবে এদিনও টিকতে পারেননি তিনি। খেলেছেন মোটে ৩ বল, রান করেন ৪। গেল টেস্টের দ্বিতীয় ইনিংসে বাজেভাবে আউটের পর সমালোচনার মুখে পড়েন লিটন। সেই সমালোচনার রেশ না কাটতেই আবারো ব্যাট হাতে ব্যর্থ দেশের এই তারকা ব্যাটার।

সাম্প্রতিক সময়ে লিটন দাসের অধারাবাহিক পারফরম্যান্সের জন্য তুমুল সমালোচনা চলছে দেশের ক্রীড়াঙ্গনে। এর যৌক্তিক কারণও রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রান না পাওয়ার পর প্রথম টেস্টেও তিনি ছিলেন ব্যর্থ। তার ওপর প্রশ্ন উঠছে টেস্টে তার উইকেট বিলিয়ে আসার ধরন নিয়ে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে