৪ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের ইফতার
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪; সময়: ২:৫৯ অপরাহ্ণ |
খবর > রাজনীতি / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার তার গুলশানের বাসভবনে এ ইফতারের আয়োজন করা হয়।
এ সময় জার্মান রাষ্ট্রদূত আসিম টর্স্টার, সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন এবং চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালঙ্গ ও দ্বিতীয় সচিব ঝু ঝিকিন উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি নেতা মঈন খানের বাসভবনে ইফতার ও নৈশভোজ হয়। এতে চারটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ড. আবদুল মঈন খান বলেন, ‘আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। পরে বিস্তারিত বলা যাবে।’
এর আগে শনিবার মঈন খানের বাসায় ইফতার করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।