ফাঁকা ঢাকায় ঘোরাঘুরিতে স্বস্তি, বিনোদন কেন্দ্রে ভিড়

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪; সময়: ১২:২৯ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ফাঁকা ঢাকায় ঘোরাঘুরিতে স্বস্তি, বিনোদন কেন্দ্রে ভিড়

পদ্মাটাইমস ডেস্ক : ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হয়েছেন নগরবাসী। এদিকে আবার বিরতি শেষে আজ শনিবার (১৩ এপ্রিল) থেকে চলছে মেট্রোরেল। তাই মেট্রো ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

নগরীতে চিড়িয়াখানা, হাতিরঝিল ও বিভিন্ন পার্কে ঘোরাঘুরির জন্য ভিড় করছেন মানুষ। বিশেষ করে এক সড়কে বহুগুলো ভ্রমণ স্পটের জন্য গুরুত্বপূর্ণ সড়ক বিজয় স্মরণি থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত রয়েছ ব্যাপক উপস্থিতি।

এখানকার নভোথিয়েটার, বঙ্গবন্ধু সামরিক যাদুঘর, মেট্রোস্টেশন, সংসদ ভবন এলাকায় ঈদের আনন্দ খুঁজছেন অনেকে। মেট্রোরেল থাকায় এই এলাকায় আলাদা আকর্ষণ বিনোদনপ্রিয়দের। এছাড়া চিড়িয়াখানায়ও উপচে ভিড়। অভিভাবকেরা সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে বেছে নিয়েছেন এটিকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে