নন্দীগ্রামের বৃন্দাবন পাড়া হরিবাসর পরিদর্শনে এমপি তানসেন

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪; সময়: ১২:০৫ অপরাহ্ণ |
নন্দীগ্রামের বৃন্দাবন পাড়া হরিবাসর পরিদর্শনে এমপি তানসেন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বৃন্দাবন পাড়া রাধা-গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে ১৬ প্রহরব্যাপী হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। তিন দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার রাত ১১ টার দিকে হরিবাসর অনুষ্ঠানে যান তিনি।

বৃন্দাবন পাড়া রাধা-গোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী অন্তিম চন্দ্র প্রামানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ চন্দ্র মহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন হাজার হাজার ভক্তর উদ্দেশ্য বলেন, আমি আপনাদের সেবক। আমি আগেও আপনাদের সাথে ছিলাম, এখনো আছি।

এর আগে এই মন্দির উন্নয়নের জন্য টাকা বরাদ্দ দিয়েছি। আবারও ৩ লাখ টাকা বরাদ্দ দিলাম। বঙ্গবন্ধু কন্যা সরকারে আছে বলেই সবাই ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ভাবে পালন করতে পারছে। সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে