নাটোরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত: মে ৯, ২০২৪; সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে ডোবার পানিতে ডুবে রাব্বি (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে আটটার দিকে শহরের হাজরা নাটোর এলাকায় এই ঘটনা ঘটে। রাব্বি একই এলাকার আবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনের বাঁশঝাড়ের পাশে ডোবার পানিতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি রাব্বি। ঘটনাটি জানতে পেরে তার বাবা-মা ডোবা থেকে তাকে তুলে নিয়ে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায় রাব্বি মানসিক প্রতিবন্ধী ছিল। সে বারবার ওই ডোবার পানিতে গিয়ে গোসল করতো। আজ সবার অলক্ষে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।